Wellcome to National Portal
Main Comtent Skiped

what service, how to serve

কী সেবা কীভাবে পাবেন

এখানে বিনা মুল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়া হয়  এবং বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সেবার মধ্যে

১। প্রতিবন্ধীতার ধরণ সনাক্তকরণ।

২। ফিজিওথেরাপি।

৩। আকুপেশনাল থেরাপি।

৪। স্পীচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি।

৫। শ্রবণ,দৃষ্টি ও ভাষণ শিখন সেবা।

৬। অটিজম বিষয়ক সেবা।

৭। আডিওমেট্রি টেস্ট।

৮। চোখের দৃষ্টিক্ষামতা নির্ণয়।

৯। কাউন্সেলিং।

১০। প্রতিবন্ধি ব্যক্তি ও সমাজের আন্যান্য ব্যক্তিদের মধ্যে প্রতিবন্ধী বিষয়ক সামাজিক সচেতনতাসৃষ্টি করা।

১১।এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনা মুল্যে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়।